Privacy Policy

আপনার আস্থা আমাদের কাছে মূল্যবান, তাই আমরা নিরাপদ লেনদেন এবং তথ্য গোপনীয়তার গুরুত্ব স্বীকার করি। এই গোপনীয়তা নীতি বর্ণনা করে কিভাবে A3 Styles (“A3 Styles”) (একত্রিতভাবে “A3 Styles, we, our, us”) ওয়েবসাইট www.a3styles.com এবং এর m-সাইটের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার, ভাগ বা অন্যথায় প্রক্রিয়া করে থাকে।

সাইট পরিদর্শন করে, আপনার তথ্য প্রদান করে, বা আমাদের পণ্য/পরিষেবা গ্রহণ করে, আপনি স্পষ্টভাবে এই গোপনীয়তা নীতির শর্তাবলী, ব্যবহারের শর্তাবলী (লিঙ্ক সংযুক্ত করুন) এবং প্রযোজ্য পরিষেবা/পণ্যের শর্তাবলীর সাথে আবদ্ধ হতে সম্মত হন। আপনি সম্মত না হলে, দয়া করে অ্যাক্সেস করবেন না বা আমাদের সাইট ব্যবহার করবেন না।

আপনার তথ্য সংগ্রহ

  • আমরা আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, ইমেইল, ফোন নম্বর, ডেলিভারি ঠিকানা, পেমেন্ট তথ্য ইত্যাদি সংগ্রহ করতে পারি।
  • আপনি ব্রাউজ করার সময় আপনার ব্রাউজার তথ্য, IP ঠিকানা, কোন URL থেকে এসেছেন বা কোথায় যাচ্ছেন—এসব তথ্যও লগে সংরক্ষিত হয়।
  • আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করেন, অর্ডার করেন বা লয়্যালটি প্রোগ্রামে যুক্ত হন তবে আমরা আপনার দেওয়া ডেমোগ্রাফিক এবং যোগাযোগের তথ্য সংরক্ষণ করি।

আপনার তথ্যের ব্যবহার

আমরা আপনার তথ্য ব্যবহার করি—

  • অর্ডার প্রক্রিয়াজাত করতে, ডেলিভারি দিতে, এবং গ্রাহক সাপোর্ট দিতে।
  • আপনার জন্য পার্সোনালাইজড অফার ও আপডেট পাঠাতে।
  • জালিয়াতি, ত্রুটি বা বেআইনি কার্যকলাপ প্রতিরোধ করতে।
  • আমাদের পরিষেবার মান উন্নত করতে এবং গবেষণার কাজে।

ব্যক্তিগত তথ্য শেয়ারিং

  • আমরা আমাদের কর্পোরেট সহযোগী, ব্যবসায়িক অংশীদার এবং সেবা প্রদানকারীর সাথে প্রয়োজনীয় ক্ষেত্রে তথ্য শেয়ার করতে পারি (যেমন ডেলিভারি, পেমেন্ট, ক্যাশব্যাক ইত্যাদি)।
  • আইন অনুযায়ী বা আদালতের আদেশে প্রয়োজন হলে আপনার তথ্য প্রকাশ করা হতে পারে।
  • কোনো মার্কেটিং বা বিজ্ঞাপনের জন্য তৃতীয় পক্ষের সাথে তথ্য শেয়ার করা হবে না আপনার স্পষ্ট সম্মতি ছাড়া।

কুকিজ ব্যবহার

আমাদের সাইটে কুকিজ ব্যবহার করা হয় সাইটের কার্যকারিতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করতে। আপনি চাইলে ব্রাউজার থেকে কুকিজ মুছে দিতে বা ব্লক করতে পারেন, তবে এতে সাইটের কিছু ফিচার কাজ নাও করতে পারে।

নিরাপত্তা ব্যবস্থা

আমরা আপনার তথ্য সুরক্ষিত রাখতে যুক্তিসঙ্গত প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে কিছু ঝুঁকি সর্বদা থেকেই যায়। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং লগইন তথ্যের নিরাপত্তার দায়িত্ব আপনার।

শিশুদের তথ্য

আমরা জেনে-বুঝে ১৮ বছরের কম বয়সী শিশুদের কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করি না। যদি আপনার বয়স ১৮ বছরের কম হয়, তবে আপনাকে অবশ্যই অভিভাবকের তত্ত্বাবধানে সাইট ব্যবহার করতে হবে।

তথ্য সংরক্ষণ

আপনার তথ্য যতদিন প্রয়োজন ততদিন আইন অনুসারে সংরক্ষণ করা হবে। গবেষণা বা প্রতারণা প্রতিরোধের জন্য তথ্য বেনামী আকারেও সংরক্ষণ করা হতে পারে।


English Version

PRIVACY POLICY
We value the trust you place in us and recognize the importance of secure transactions and information privacy. This Privacy Policy describes how A3 Styles (“A3 Styles”) (collectively “A3 Styles, we, our, us”) collect, use, share, or otherwise process your personal information through the website www.a3styles.com and its m-site (hereinafter referred to as the “Site”).

By visiting the Site, providing your information, or availing our product/service, you expressly agree to be bound by the terms and conditions of this Privacy Policy, the Terms of Use (attach link), and the applicable service/product terms and conditions. If you do not agree, please do not access or use our Site.

Collection of Your Information

  • We may collect personal information such as your name, email address, phone number, delivery/shipping address, payment details, etc.
  • Technical information such as browser type, IP address, the URL you came from, and the URL you visit next may also be collected.
  • If you create an account, place an order, or enroll in our loyalty program, we may store your demographic and transactional details.

Use of Your Information

Your information is used to:

  • Process and fulfill orders, provide delivery, and offer customer support.
  • Send you offers, updates, and personalized recommendations.
  • Prevent errors, fraud, and illegal activities.
  • Improve services and conduct research.

Sharing of Personal Information

  • We may share your information with affiliates, business partners, and service providers when necessary (e.g., delivery, payment, cashback promotions).
  • We may disclose information if required by law, court order, or regulatory authorities.
  • We do not share your personal data with third parties for their marketing purposes without your explicit consent.

Cookies

We use cookies to enhance your browsing experience, enable certain features, and analyze site usage. You can disable or delete cookies via your browser settings, but some features may not work properly without them.

Security Precautions

We implement reasonable technical and procedural safeguards to protect your personal data. However, data transmission over the internet carries inherent risks. You are responsible for protecting your login credentials.

Children’s Information

We do not knowingly collect data from children under the age of 18. If you are under 18, you must use the Site under the supervision of a parent or guardian.

Data Retention

We retain your information for as long as required by law or as necessary for the purpose it was collected. Data may also be anonymized and stored for research or fraud-prevention purposes.

About Us

Bali Arcade, Chittagong

Shop No 32, (3rd Floor), Bali Arcade, Chawkbazar, CTG.
Email: support@a3styles.com

FIND US

1. Bali Arcade, Chittagong

Shop No 32 (3rd Floor), Bali Arcade, Chawkbazar, Chittagong.
Tel: 01601788557
Shopping Hours: 11.00 AM – 9.00 PM

2. Alam Tower, Dhaka

Shop No 31 (1st Floor), Alam Tower, Keraniganj, Dhaka.
Tel: 01745500886
Shopping Hours: 10.00 AM – 8.00 PM

3. Meridian Kohinoor City, Chittagong

Shop No 402, Meridian Kohinoor City, Wasa Circle Dampara, Chittagong.
Tel: 01991788557
Shopping Hours: 11.00 AM – 9.00 PM

All Rights Reserved by www.a3styles.com © 2025
Developed by O’s it and Web Solutions

About Us

Bali Arcade, Chittagong

Shop No 32, (3rd Floor), Bali Arcade, Chawkbazar, CTG.
Email: support@a3styles.com

FIND US

1. Bali Arcade, Chittagong

Shop No 32 (3rd Floor), Bali Arcade, Chawkbazar, Chittagong.Tel: 01601788557Shopping Hours: 11.00 AM – 9.00 PM

2. Alam Tower, Dhaka

Shop No 31 (1st Floor), Alam Tower, Keraniganj, Dhaka.Tel: 01745500886Shopping Hours: 10.00 AM – 8.00 PM

3. Meridian Kohinoor City, Chittagong

Shop No 402, Meridian Kohinoor City, Wasa Circle Dampara, Chittagong.Tel: 01991788557Shopping Hours: 11.00 AM – 9.00 PM

All Rights Reserved by www.a3styles.com © 2025
Developed by O’s it and Web Solutions

STORE

SEARCH

CART

Scroll to Top

Cart

Your Cart is Empty

Back To Shop